চট্টগ্রামে হাটহাজারীতে জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা
চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির জাতীয় গ্রিডের একটি ছোট ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা প্রায় এক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এখনো শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ধীরে ধীরে তা সচল করা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম টিবিএসকে বলেন, জাতীয় গ্রিডের বিদ্যুতের ভোল্টেজ মাপার একটি সিটি (কারেন্ট ট্রান্সফরমার) ট্রান্সফরমারে লোডের বিস্ফোরণ থেকে সামান্য অগ্নিকাণ্ড হয়েছে। সঙ্গে সঙ্গে আগুন নেভানো হয়। তবে হাটহাজারী থেকে মদুনাঘাট ২৩০ কেভির লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল কিছু সময়। ফলে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় সাময়িক লোডেশেডিং দেখা দেয়। এখন আবার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সবগুলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।
এ ঘটনায় চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সকাল থেকে লোডশেডিং চলছে। নগরের চান্দগাঁও, আগ্রাবাদ, বাকলিয়া, উত্তর কাট্টলী, বন্দর, ইপিজেডসহ বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে প্রকৌশলী এম রেজাউল করিম বলেন, "বিদ্যুৎ উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে। এজন্য সরবরাহ কম। আমি যতদুর জানি, দেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া আমদানিতেও কিছুটা সমস্যা আছে। তাই চাহিদার তুলনায় উৎপাদন কমে গেছে।"