ঈদে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা
দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর, এই উৎসবকে আরও রঙিন করে তুলতে সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে বেশকিছু নতুন সিনেমা। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদে বেশি সংখ্যক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ঈদের ছুটিতে উপভোগ করার মতো নতুন সিনেমাগুলোর একটি তালিকা তৈরি করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
এখন পর্যন্ত ১১টি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত এ সংখ্যা কমতে পারে বলেও জানা গেছে। মুক্তি প্রায় নিশ্চিত হয়ে আছে এমন সিনেমাগুলো হলো-
কিল হিম: মো. ইকবালের পরিচালনা ও প্রযোজনায় আলোচিত সিনেমা 'কিল হিম' এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এতে অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা প্রমুখ। প্রযোজনা সূত্রে জানা গেছে, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এটির নির্মাণ ব্যয় সবচেয়ে বেশি; ৪ কোটিরও বেশি খরচ হয়েছে এই সিনেমা নির্মাণে। সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটিতে বড় পর্দায় দর্শকদের অন্যতম আকর্ষণ হবে 'কিল হিম'। ছবিটিতে অনন্তের বিপরীতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। মজার বিষয় হলো, এই সিনেমায় অনন্ত ছাড়া বাকি সব চরিত্রই ভিলেন। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, মাসুম পারভেজ রুবেল, রাহুল দেব প্রমুখ।
জ্বীন: জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাদের চৌধুরী পরিচা লিত সাইকো-থ্রিলার হরর মুভি 'জ্বীন' মুক্তি পাচ্ছে এবারের ঈদে। সিনেমাটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল এবং পূজা চেরি রায়। সংশ্লিষ্টদের দাবি, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন জিয়াউল রওশন, জান্নাতুন নূর মুন, শহীদ উন নবী প্রমুখ।
লিডার, আমিই বাংলাদেশ: ঈদে মুক্তি পাচ্ছে তপু খানের পরিচালনা ও বেঙ্গল মিডিয়ার প্রযোজনায় নির্মিত সিনেমা 'লিডার, আমিই বাংলাদেশ'। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন তরুণ বিদ্রোহীকে ঘিরে, যে সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সোচ্চার। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটির টাকার বেশি। শাকিব খান, বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফখরুল মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার প্রমুখ।
পাপ: এবারের ঈদে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও সৈকত নাসিরের পরিচালনায় মুক্তি পাচ্ছে 'পাপ'। পুরো শুটিং চলাকালীন সিনেমাটি সম্পর্কে এর পরিচালক ও তারকারা মুখ খোলেননি খুব একটা। যতটুকু জানা যায়, সিনেমাটি 'থ্রিলার' ক্যাটাগরির। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও জিয়াউল রোশান। এতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানা জামান প্রমুখ।
শত্রু: সুমন ধরের 'শত্রু' সিনেমাটিও এই ঈদে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও জোহরা মিতু। সিনেমাটিতে কেন্দ্রীয় খলনায়কের চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।
এছাড়া সাইফ চন্দনের 'লোকাল', সোলায়মান হোসেন লেবুর 'প্রেম প্রীতির বন্ধন', আবু তৌহিদ হিরনের 'আদম'ও এই ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।