পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের মানুষের নির্বিঘ্ন ঈদ যাত্রা
ঈদকে সামনে রেখে প্রিয়জনের টানে ছুটছে মানুষ। মুন্সিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার মানুষ।
তবে এই পথে এবারের ঈদযাত্রা একেবারেই নির্বিঘ্ন। তেমন কোনো বিড়ম্বনার অভিযোগ নেই ঘরমুখো মানুষের।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি মিলেছে। শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ দেখা গেছে। তবে যথাযথ নির্দেশনা মেনে নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে মোটরসাইকেল।
এছাড়া গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন দিয়েও গন্তব্যের উদ্দেশে যাত্রা করছে মানুষ।