'আমরা এখনই চ্যাম্পিয়ন হয়ে যাইনি'
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/04/24/steptodown.com313262.jpg)
লা লিগায় ম্যাচ বাকি আর মাত্র ৮ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। শিরোপা জয়ের জন্য শেষ ২৪ পয়েন্টের মধ্যে আর মাত্র ১৪ পয়েন্ট দরকার কাতালান ক্লাবটির। তাই তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারেন বার্সা কোচ জাভি।
তবে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে বড় এক বাঁধা অতিক্রম করেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না জাভি। এখনই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায়নি বলেই মন্তব্য তার।
২০১৯ সালের পর প্রথম ও সব মিলিয়ে লা লিগায় বার্সেলোনার ২৭তম শিরোপা জয় সন্নিকটে, এটা মনে করলেও ঝুঁকি নেই বললেই চলে। কিন্তু শতভাগ নিশ্চিত হওয়ার আগে কিছুই 'হয়ে গিয়েছে' বলে ধরে নিতে চান না জাভি, 'এখনকার অবস্থা অবশ্যই ভালো। তবে আমরা এখনও চ্যাম্পিয়ন হইনি! এখনও কিছুই নিশ্চিত নয়। বুধবার আরেকটি কঠিন লড়াই আছে আমাদের রায়ো ভায়েকানোতে। খেলোয়াড়রা এখনও নিজেদের চ্যাম্পিয়ন মনে করছে না। কেউ যদি এমনটি মনেও করে, আমি তাদেরকে বলব যে আমাদের কাজ শেষ নয়।'
আতলেতিকো বিপক্ষে জয় দিয়ে সাম্প্রতিক সময়ের হতাশার অধ্যায় শেষ করতে পেরেছে বার্সেলোনা। কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৪-০ তে বিধ্বস্ত হওয়ার পর লা লিগায় জিরোনা ও গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করে জাভির দল। অ্যাতলেতিকোর বিপক্ষে গোল মাত্র একটি করলেও দলের খেলায় উন্নতির ছাপ ছিল স্পষ্ট।
চোট কাটিয়ে ফেরা ফ্রেঙ্কি ডি ইয়ং ও পেদ্রির উপস্থিতিতেই দলের চেহারা বদলে গেছে বলে মনে করেন জাভি, 'এই দুজন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খেলার ধরণ ওরা খুব ভালো বোঝে।'