'উপবাস করলে স্বর্গ পাবে': কেনিয়ায় ধর্মগুরুর কথা শুনে উপবাসে ৭৩ জনের মৃত্যু!
কেনিয়ার পূর্বাঞ্চলের একটি বন থেকে ৭৩টি মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। অধিকাংশ মরদেহই উদ্ধার করা হয়েছে গণকবর থেকে। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তিরা একটি কাল্টের অনুসারী, যারা বিশ্বাস করত উপবাসের ফলে তারা স্বর্গে যেতে পারবে। খবর রয়টার্সের।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কেনিয়ান রেড ক্রস বলেছে, ১১২ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
উপবাসে মৃত্যুবরণ করতে অনুসারীদের নির্দেশ দেওয়া ধর্মগুরু পল ম্যাকেঞ্জিকে গত ১৪ এপ্রিল গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন কিলিফি কাউন্টির মালিন্দি শহরের ডিটেকটিভ-প্রধান চার্লস কামাউ।
স্বঘোষিত গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ শাকাহোলা বনের ৮০০ একর জায়গার বিভিন্ন স্থানে অনুসারীদের জন্য উপবাসের ব্যবস্থা করেছিল।
উপবাসে মৃত্যুবরণে স্বর্গপ্রাপ্তির কুসংস্কার ছড়ানোকে প্রকৃত ধর্মীয় শিক্ষার বিপরীত বলে উল্লেখ করেছেন কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো ।
রুটো বলেন, 'ম্যাকেঞ্জি যাজক হওয়ার ভান করছেন, যদিও তিনি আসলে একজন ভয়ঙ্কর অপরাধী ।'