সেপ্টেম্বরে চালু হতে পারে বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল: সেতুমন্ত্রী
আগামী সেপ্টেম্বরে কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর সেতু ভবনে এক মতবিনিময় সভা শেষে মন্ত্রী বলেন, সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করতে পারেন।
সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস ছাড়াও বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২০ সালের মধ্যে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ শেষ করতে ৮,৪৪৭ কোটি টাকা ব্যয় ধরে প্রকল্প নেয়া হয়েছিল ২০১৫ সালে। এর পরে দুই দফায় প্রকল্পটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
তিন বছর মেয়াদ বৃদ্ধির পাশাপাশি প্রকল্পটির ব্যয়ও ২২৪৩.০৮ কোটি টাকা বেড়েছে। ২৬.৫৬% বেড়ে প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে ১০,৬৮৯.৭১ কোটি টাকায়।
এই প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক ৬,০৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে। বাকি টাকা ব্যয় করা হচ্ছে সরকারের নিজস্ব তহবিল থেকে।
সেতু বিভাগ সূত্র জানায়, দুই টিউবের সমন্বয়ে মূল টানেলটির দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। মূল টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং আনোয়ারা প্রান্তে ৭২৭ মিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে।
২০২১ সাল থেকেই সেতু বিভাগ ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে টানেলটি উদ্বোধনের বিভিন্ন দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে।
গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের একটি টিউবের উদ্বোধনও করেছিলেন। পুরো টানেল চলতি বছরের জানুয়ারিতে উদ্বোধন করা হবে বলে তখন জানানো হয়েছিল।