ঈদের পোশাকের চাহিদা মেটাতে অনলাইনে ‘সারা’
সমগ্র বিশ্বব্যাপী চলছে করোনা প্রাদুর্ভাব। আর এর মধ্যেই পালিত হচ্ছে পবিত্র রমজান। আসছে ঈদ-উল-ফিতর। এবারের ঈদে সামাজিক দূরত্ব বজায় রেখেও যাতে নতুন পোশাক গায়ে জড়াতে পারে সবাই, সেজন্য অনলাইন সেবা চালু করেছে 'সারা' লাইফস্টাইল।
অনলাইনে সারা'র নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা'র পেজ থেকে পণ্য অর্ডার করলেই গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে এই সুবিধা শুধুমাত্র রাজধানী ঢাকার জন্য প্রযোজ্য হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় তারা।
বরাবরের মতই সারা'র ঈদ আয়োজনে গুনগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। ঈদ আয়োজনে মেয়েদের জন্য থাকছে পার্টি ওয়্যার সিঙ্গেল পিস, পার্টি ওয়্যার থ্রী পিস, এক্সক্লুসিভ শাড়ি, প্রিন্টেড শাড়ি, কুর্তি, প্রিন্টেড থ্রী পিস, ফ্যাশন টপস এবং ডেনিম।
সারা'র এই আয়োজনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্ট, জগার্স, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট, পায়জামা।
এছাড়াও শিশুদের জন্য থাকছে ফ্রক, টপস, টপস- স্কার্ট সেট, টপস-বটম সেট, থ্রী পিস, পাঞ্জাবী, শার্ট, টি শার্ট, পোলো শার্ট, শার্ট-প্যান্ট সেট, বটমস, পাঞ্জাবী-পায়জামা, নিউ বর্ন-নিমা সেট।
তবে, সারার ঈদ আয়োজনে এবার অন্যতম আকর্ষণ হিসাবে আছে ফুল ফ্যামিলি কালেকশন- পাঞ্জাবী, থ্রী পিস, শাড়ি, টি শার্ট, পোলো শার্ট।
'সারা' এর নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestle.bd) এবং ইন্সটাগ্রাম (sara lifestyle.bd) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে এই ক্রান্তি লগ্নে হোম ডেলিভারি পেতে পারেন। আর ঈদের আনন্দ একসাথে মিলে উপভোগ করতে পারেন।