শিক্ষিতদের আগ্রহ সরকারি চাকরিতে : ব্র্যাকের যুব জরিপ
দেশের শিক্ষিত যুবদের অধিকাংশই (৫৭% পুরুষ ও ৪২% নারী) সরকারি চাকরিতে আগ্রহী। উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিতদের অনেকেই মানসম্মত শিক্ষা এবং নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠিত হতে চায়। অপরদিকে শিক্ষাবঞ্চিত বা স্বল্প শিক্ষিত অতিদরিদ্র আর নিম্নবিত্তরা জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমাতে চান।
এবং যুব সমাজের মাত্র এক- পঞ্চমাংশ বিশ্বাস করেন যে শিক্ষা তাদের চাকরি পেতে সহায়তা করবে।
ব্র্যাক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলভমেন্ট (বিআইজিডি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে পরিচালিত এক যুব-জরিপে এ তথ্য উঠে এসেছে।
আজ বুধবার (২৪ জুলাই) রাজধানীর এক হোটেলে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জরিপে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জাফর উদ্দিন, ব্র্যাকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন।
ব্র্যাক যুব জরিপ ২০১৮ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ হচ্ছে যুব। দেশে কর্মক্ষম জনগোষ্ঠির (১৫-৫৯) সংখ্যা কর্মক্ষমতাহীন ব্যক্তির (১৫ বছরের নিচে ও ৬০ বছরের উপরে) সংখ্যার চেয়ে বেশি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমৃদ্ধ করতে এ যুবরা মূল চালিকা শক্তি। তাই যুবদের দৃষ্টিভঙ্হি জানতে এ জরিপ করা হয়।
জরিপে পুরো দেশকে পাঁচটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চল থেকে দৈবচয়নের মাধ্যমে ৩০টি উপজেলা/থানা নির্বাচন করা হয়। এতে ১৫-৩৫ বছর বয়সী ৪ হাজার ২০০ জনের অভিমত নেয়া হয়।
জরিপে অংশ নেয়া ৫৭% পুরুষ ও ৪২% নারী সরকারি চাকরি করতে চায়। এইচএসসি বা তার নিচে শিক্ষাগত যোগ্যতার পুরুষের ৯০% উপার্জনমূলক কাজের সাথে যুক্ত। যাদের লেখাপড়া যত বেশি, তারা উপার্জনমূলক কাজে ততো দেরিতে যুক্ত হন।
পঞ্চম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত শিক্ষিত নারীদের মাত্র ৫% উপার্জনমূলক কাজে যুক্ত।
যারা লেখাপড়া করে না, উপার্জনমূলক কাজে যুক্ত নেই, এমনকি কোন প্রশিক্ষণও গ্রহণ করছে না, এদের ৯০% নারী।
প্রায় ২০% অংশগ্রহণকারী বিদেশে কাজ করতে আগ্রহী হলেও তাদের মধ্যে এক তৃতীয়াংশের এ বিষয়ে সক্রিয় পরিকল্পনা রয়েছে।
জরিপে অংশ নেয়া ৭% পুরুষ ও ৪% নারী উচ্চশিক্ষিত ছিলো। বৃত্তিমূলক শিক্ষা ছিলো ১৪ শতাংশের। ইংরেজি ভাষা এবং কম্পিউটার দক্ষতা বিষয়ে আত্মবিশ্বাসী মাত্র ১৬%।