বিয়ের ১৮ বছর পর বিচ্ছেদের পথে কেভিন কস্টনার ও ক্রিস্টিন বামগার্টনার
মার্কিন অভিনেতা কেভিন কস্টনার ও তার স্ত্রী ক্রিস্টিন বামগার্টনারের বিচ্ছেদ হতে চলেছে। পিপল ম্যাগাজিন সূত্রে জানা গেছে, বিচ্ছেদের জন্য আবেদন করেছেন ৪৯ বছর বয়সী বামগার্টনার।
পিপল ম্যাগাজিনকে দেওয়া এক বিবৃতিতে কস্টনারের প্রতিনিধি বলেছেন, "এটি অত্যন্ত দুঃখের বিষয় যে পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যার ফলশ্রুতিতে কেভিন কস্টনারকে এই বিবাহবিচ্ছেদে অংশ নিতে হচ্ছে। আমরা প্রত্যাশা করবো, যেহেতু ক্রিস্টিন এবং তাদের সন্তানরা কঠিন সময় পার করছে, তাই এসময় তাদের গোপনীয়তাকে সম্মান করা হবে।"
'দ্য আনটাচেবল' তারকার বিচ্ছেদের খবর প্রথম জানায় টিএমজেড।
গত নভেম্বরে কস্টনার নিজের স্ত্রীর প্রশংসা করে পিপল ম্যাগাজিনকে বলেছিলেন, "আমার স্ত্রী যেসব কাজ করে, এগুলো আমাদের ভীষণ সাহায্য করে। তার কারণেই ঘরটা সুন্দর দেখা যায়। আশেপাশের সবকিছুই ভালো লাগে আমার স্ত্রীর কারণে। ছোটখাট অনেককিছুই সে করে, আমার মনে হয় এটাই ভালোবাসার শক্তি যে সে আমাদের ঘরটাকে এত সুন্দরভাবে রাখে।"
২০০৪ সালের সেপ্টেম্বরে ক্রিস্টিন বামগার্টনারকে বিয়ে করেন কেভিন কস্টনার। এই জুটির সংসারে তিন সন্তান রয়েছে- দুই ছেলে কেইডেন (১৫) ও হেইস (১৪) এবং তাদের ১২ বছর বয়সী মেয়ে গ্রেস। এছাড়া, কস্টনারের আগের সম্পর্কগুলোতেও তার সন্তানাদি রয়েছে। অ্যানি ও লিলি নামের দুই মেয়ে এবং জো ও লিয়াম নামের আরও দুই ছেলে আছে অভিনেতার।
বামগার্টনার কেভিন কস্টনারের সঙ্গে পরিবার সাজাতে চেয়েছিলেন। এক সাক্ষাৎকারে কস্টনার বলেছিলেন, তারা সম্পর্কে থাকাকালীন একদিন বামগার্টনার তাকে বলেছিলেন- "তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে জেনে রেখো, আমাদের সন্তানাদি হবেই।"
বিয়েই আগে ক্রিস্টিন বামগার্টনারের সঙ্গে ছয় বছর ডেট করেছেন কেভিন কস্টনার। এরপরেই কস্টনার সিদ্ধান্ত নেন যে তিনি নিজের ভালোবাসার মানুষটিকে হারাতে দেবেন না।
কোভিড মহামারির সময়ও পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কস্টনার। তিনি তখন বলেছিলেন, "আমাদের সম্পর্ক এখন এমন্ন একটা পর্যায়ে, যেখানে আমরা দুজনে একে অপরের জন্য কি করছি এবং কিভাবে পরিবার পরিচালনা করছি, সেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
অভিনেত্রী সিন্ডি সিলভার সঙ্গে ১৬ বছর সংসার করার পর ১৯৯৪ সালে তার সঙ্গে বিচ্ছেদ ঘটে কেভিন কস্টনারের। এরপরে বামগার্টনারের সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন তিনি।