গত এক বছরে খাল থেকে ২ লাখ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
গত এক বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর এলাকার খালগুলো থেকে প্রায় ২ লাখ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলামের।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ঢাকা উত্তরের ১২৫০ কিলোমিটার ড্রেন নিয়মিত পরিস্কার করা হয়। আমরা আন্ডারগ্রাউন্ড এসটিএস এর কাজ কীভাবে করা যায় সে বিষয়ে কাজ এগিয়ে নিচ্ছি।
তিনি জানান, উত্তর সিটি এলাকায় ৫২ টি এসটিএস রয়েছে। এবছর নতুন করে ৯টি করা হয়েছে, ৩টির কাজ চলমান।
মেয়র বলেন, 'কল্যাণপুরের রিটেনশন পন্ডের কাজ চলছে, কাজ হবেই। এটিকে বাস্তবায়ন করতে সীমানা নির্ধারণ করে অবৈধ উচ্ছেদ চালিয়ে যাচ্ছি। গাছ না কেটে গাছ রেখেই পার্কের উন্নয়ন করতে হবে। কালশীর বালুর মাঠের ১৬ বিঘা জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেখানে খেলার মাঠ হবে।'
'ড্রোন প্রযুক্তির মাধ্যমে প্রায় ২৮ হাজার বাড়ির ছাদ পরীক্ষা করে ২২শ বাড়িতে ছাদ বাগান চিহ্নিত করেছি এবং ২০০ বাড়িতে মশার প্রজনন ক্ষেত্র থাকার মতো পানির উপস্থিতি শনাক্ত করা হয়েছে।'
মশা নিয়ন্ত্রণ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, 'গত বছরের থেকে ভিন্ন এক মডেলে গিয়ে এবারে মশা নিয়ন্ত্রণে কাজ করবো। আগামী ২ সপ্তাহের মধ্যে বিটিআই ওষুধ চলে আসবে। আমরা লার্ভিসাইডে গুরুত্ব দিবো। আমরা ক্যাম্পেইন করবো।'
'মহাখালী আমতলী থেকে গুলশান ১ পর্যন্ত ৫৯টি গাছের মধ্যে মাত্র ৪ টি গাছ কাটতে হয়েছে। কোথায় কোন গাছ লাগাবো এর একটি পলিসি তৈরী করেছি। আমরা একটি বই তৈরি করেছি। পাখির জন্য কী কী গাছ প্রয়োজন সে গাছ লাগানো হবে। আমাদের সীমিত যে জায়গা আছে এর মধ্যেই পর্যাপ্ত গাছ লাগাবো।'
২২ হাজার কুকুরকে ভেক্সিনেশন করা হয়েছে বলেও জানান মেয়র।