কেসিসি নির্বাচন: ৭ মেয়র প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১ টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাদের প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।
এসময় ৩ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়।
মেয়র পদে প্রার্থীতা বাতিল হয়েছে: জাকের পার্টি মনোনিত এসএম সাব্বির হোসেন, স্বতন্ত্র মেয়রপ্রার্থী এসএম শফিকুর রহমান, আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলামের।
বৈধ প্রার্থীরা হলেন: আওয়ামী লীগ মনোনীত তালুকদার আবদুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল আউয়াল ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীকে সমর্থন করা ৩০০ জন ভোটারের নাম ও তাদের স্বাক্ষর দিতে হয়।
"কিন্তু স্বতন্ত্র মেয়র প্রার্থী আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী, এস এম শফিকুর রহমান ও সৈয়দ কামরুল ইসলাম ভোটারদের স্বাক্ষর জালিয়াতি করে জমা দেন। সে কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে," বলেন তিনি।
মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিল না করায় জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান মো. আলাউদ্দীন।
তিনি আরো জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা তিন দিনের মধ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত।
মনোনয়নপ্রাপ্তদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২৬ মে।
এবারের কেসিসি নির্বাচনে মোট ভোটার প্রায় পাঁচ লাখ ৩৫ হাজার। ২৮৯টি ভোট কেন্দ্রে কক্ষ থাকবে এক হাজার ৭৩২টি।
আগামী ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।