গাছ কাটার প্রতিবাদে নগর ভবন ঘেরাও কর্মসূচি: পুলিশের বাধার মুখে আন্দোলনকর্মীরা
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়কে সৌন্দর্য বর্ধনের নামে গাছ কাটার প্রতিবাদে 'সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন' এর ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঘেরাওয়ের উদ্দেশ্যে গিয়েছেন পরিবেশ আন্দোলনকর্মীরা।
রোববার সকাল সোয়া এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর থেকে তাদের পথযাত্রা শুরু হয়।
তবে পুলিশের বাধার মুখে এই মুহূর্তে গুলিস্তানের বঙ্গবাজার মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস যেন তাদের সাথে কথা বলেন।
সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আমিরুল রাজিব বলেন, "আমরা এ দেশের বৈধ নাগরিক। আমাদের কেন নগর ভবনে যেতে দেওয়া হবে না।"
তিনি বলেন, "আমরা মেয়রের কাছে যাবো এবং তার সাথে দেখা করবো। আমরা দেড় মাস ধরে অবস্থান করেছি সাত মসজিদ রোডে কিন্তু মেয়র যায়নি সেখানে। এখন আমাদের মেয়রের কাছে যেতে দিতে হবে, না হয় মেয়রকে এখানে আসতে হবে।"
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "আমরা চাই মেয়র আমাদের সাথে এসে কথা বলুক।"