শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: জাহাঙ্গীর-জায়েদা খাতুন
গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তার ছেলে, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো।
সকাল ১০টার দিকে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জায়েদা খাতুন এ মন্তব্য করেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি উল্লেখ করে তিনি বলেন, "আমি এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।"
দুপুর সাড়ে ১২টার দিকে মায়ের সঙ্গে কোনাবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে একই কথা বলেন জাহাঙ্গীর।
তিনি বলেন, "ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে, আমরা চাই শেষ পর্যন্ত এভাবেই চলুক।"
ভোট শেষ হওয়ার সাথে সাথে ফলাফল প্রকাশের দাবি জানান তিনি। "ইভিএম দিয়ে ভোট নেওয়া হচ্ছে, ফলাফল প্রকাশ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে," বলেন জাহাঙ্গীর।
ভোটারদেরকে নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দেওয়ার আহ্বান জানান দুজনই।
সাবেক মেয়র জাহাঙ্গীরও কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন।
আজ বৃহস্পতিবার (২৫ মে) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ চলছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের।
সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত।