গাজীপুর সিটি নির্বাচনে ৫০ শতাংশ পর্যন্ত ভোট পড়তে পারে: ইসি আলমগীর
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।
এর আগে বৃহস্পতিবার গাজীপুর সিটি নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে মো: আলমগীর জোর দিয়ে বলেন, এখন পর্যন্ত কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, 'সম্পূর্ণ ভোটকেন্দ্রের তথ্য এখনও পাওয়া যায়নি। আমাদের ধারণা ৫০ শতাংশ পর্যন্ত ভোট পড়বে।'
ইভিএম ও সিসিটিভি ক্যামেরা নিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ইভিএম মেশিনে ত্রুটি থাকতে পারে।
সিসিটিভিতে কোনো অনিয়ম ধরা পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'ভোটাররা অনেক সময় লাইন ধরা, কারও ভোট আগে নেওয়া এ ধরনের কিছু জিনিস আমাদের কাছে ধরা পড়েছে, সেগুলোর বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফোন দিয়ে ব্যবস্থা নিয়েছি। এছাড়া দুটি কেন্দ্রে আমরা দেখেছিলাম, এজেন্ট ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তখন আমরা তাদেরকে ফোন দিয়ে এবং পুলিশকে খবর দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি।'
এর আগে সকাল ৮টায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শুরু করেন ইসি মো. আলমগীর, ইসি রাশেদা সুলতানা ও ইসি আহসান হাবীব। পরে সকাল ৯টার দিকে তাদের সঙ্গে যোগ দেন ইসি আনিসুর রহমান। সকাল সাড়ে ৯টার পর আসেন সিইসি।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪৮০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে একযোগে ভোটগ্রহণ শুরু করে নির্বাচন কমিশন। গাজীপুর সিটি কর্রপোরেশনে ভোটার সংখ্যা প্রায় ১১ লাখ ৭৯ হাজার।