গাজীপুর সিটি নির্বাচন: ছেলের হয়ে বিজয় ছিনিয়ে আনলেন মা জায়েদা খাতুন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন জয়লাভ করেছেন।
আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লাহকে ১৬,১৯৭ ভোটে হারিয়ে জয়লাভ করেন জায়েদা খাতুন।
জায়েদা খাতুন মোট ২,৩৮,৯৩৪ ভোট পান। অন্যদিকে আজমত উল্লাহ পেয়েছেন ২,২২,৭৩৭ ভোট।
শুক্রবার (২৬ মে) রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জায়েদা খাতুনের জয়ের কথা ঘোষণা করেন।
এর আগে রিটার্নিং অফিসার জানিয়েছিলেন, জায়েদা খাতুন অনেকগুলো কেন্দ্রেই আজমত উল্লাহর চেয়ে এগিয়ে ছিলেন।
বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।
নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
যারা বিকেল ৪টার আগে ভোট কেন্দ্রে পৌঁছেছেন, কিন্তু তখনও ভোট দেননি, তাদের ভোটাধিকার প্রয়োগের সুবিধা দেওয়া হয়েছিল।