ভারতের সঞ্চালন লাইন হয়ে নেপাল থেকে বিদ্যুৎ আসবে বাংলাদেশে
বৃহস্পতিবার (১ জুন) ভারত তাদের সঞ্চালন লাইন ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমতি দিয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড-এর মধ্যে আলোচনার সময় এই অনুমোদন দেওয়া হয়।
"গত বছর আমরা বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য একটি ল্যান্ডমার্ক ভিশন ডকুমেন্ট গ্রহণ করেছি। একেই এগিয়ে নিয়ে আজ ভারত ও নেপালের মধ্যে একটি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলো," বলেন মোদি।
গত ১৫-১৬ মে ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং জয়েন্ট স্টিয়ারিং কমিটির বৈঠকে ভারতকে বিদ্যুৎ বাণিজ্য সংক্রান্ত ত্রিদেশীয় চুক্তিতে নেওয়ার বিষয়ে আলোচনা করে বাংলাদেশ ও নেপাল।
নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি ভৌগোলিক সংযোগ না থাকায় নেপাল শুধুমাত্র ভারতের মাধ্যমেই বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে।
প্রস্তাবিত ট্রান্সমিশন রুটের মধ্যে রয়েছে আনামারী (নেপাল) থেকে পঞ্চগড় (বাংলাদেশ), মোট দৈর্ঘ্য ৪৯ কিলোমিটার। এই ট্রান্সমিশন লাইনটি নির্মাণ করতে হলে এর জন্য ২৪ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড ব্যবহার করতে হবে। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের এক উপস্থাপনায় এ তথ্য উঠে আসে।
আরেকটি প্রস্তাবিত রুট হলো, আনামারী (নেপাল) থেকে ঠাকুরগাঁও (বাংলাদেশ) পর্যন্ত ৮৩ কিলোমিটার জুড়ে। এই রুটে ট্রান্সমিশন লাইন নির্মাণের জন্য ভারতীয় ভূখণ্ডের ৩৩ কিলোমিটার ব্যবহার করতে হবে।
ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন ছাড়াও, ভারতের মাধ্যমে নেপাল ও বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ বাণিজ্য বৃদ্ধির সুবিধার্থে বিদ্যমান ট্রান্সমিশন অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর কথাও বিবেচনা করছে নেপাল।