পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অপর এক ছাত্র এখনও নিখোঁজ আছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রেসকিউ টিমের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী গোসল করতে যান। এ সময় দুজন পদ্মার স্রোতের তোড়ে নিখোঁজ হন। বাকি তিনজন স্থানীয়দের সহায়তায় সাঁতরে তীরে ফিরেন।
'ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেল ৪টার দিকে সব্যসাচী সৌম্য দাসের একজন নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন। আরেক নিখোঁজ শিক্ষার্থী নুরুল হক নাফিউকে খুঁজে বের করতে অনুসন্ধান অভিযান চলছে,' জানান শহিদুল।
মাওয়া নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে পাঁচ বন্ধু মুন্সীগঞ্জের মাওয়ায় আসেন।
পরে শিক্ষার্থীরা স্পিডবোটে করে পদ্মার মাঝখানে গোসল করতে যান বলে জানান তারা।
নিহত ও নিখোঁজ দুজনেই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলেও জানান তারা।