সৌদি আরবে যাচ্ছেন বেনজেমা, আল-ইত্তিহাদের সঙ্গে চুক্তি
গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বেনজেমার ক্লাব ছাড়ার ঘোষণা আগেই এসেছে। পরবর্তী গন্তব্য হিসেবে সৌদি আরবের নাম উঠে এসেছিল। এখন সেটিই আলোর মুখ দেখতে যাচ্ছে।
বেনজেমার রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আসার কিছুক্ষণের মধ্যেই তার সৌদি আরবে পাড়ি জমানোর খবরও চলে এসেছে। সৌদি লিগের এই মৌসুমের চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদই হতে চলেছে বেনজেমার গন্তব্য।
আল-ইত্তিহাদের সঙ্গে বেনজেমার চুক্তির খবর প্রকাশ করেছে সৌদি রাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল আল-এখবারিয়া। তারা জানিয়েছে, ইত্তিহাদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান মাদ্রিদে গিয়ে বেনজেমার সঙ্গে চুক্তি সম্পন্ন করার কাজ করেছেন।
দুই বছরের জন্য আল-ইত্তিহাদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন ফরাসি এই তারকা।
১৪ বছর খেলার পর লস ব্লাঙ্কোসদের ছেড়ে যাচ্ছেন বেনজেমা। এর মধ্যে তিনি জিতেছেন অনেক দলীয় এবং ব্যক্তিগত শিরোপা।
বেনজেমার ক্লাব ছাড়ার খবর একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে রিয়াল মাদ্রিদ, 'আমাদের বর্তমান অধিনায়ক করিম বেনজেমার সঙ্গে পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। সে আমাদের ইতিহাসের সেরাদের একজন।'
রিয়াল মাদ্রিদের হয়ে ৬৪৭ ম্যাচে ৩৫৩ গোল করেছেন বেনজেমা। যা ক্লাবটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। লা লিগায়ও রিয়ালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৭ গোলের রেকর্ড তার। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগাসহ ২৪টি শিরোপা। গত বছর ক্যারিয়ারের প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতেছেন, ইউরোপের মৌসুম সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
সৌদি আরবের লিগে যোগ দিলে বছরে ৪০০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকা পাবেন বেনজেমা। যা ক্রিশ্চিয়ানো রোনালদোকে আল-নাসেরের দেওয়া অর্থের দ্বিগুণ।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে বদ্ধপরিকর সৌদি আরব। সে উদ্দেশ্যেই নিজেদের লিগকে তারকাসমৃদ্ধ করতে চাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। আর তারই প্রমাণ মিলছে তাদের মেসি-বেনজেমার মতো মহাতারকাদের দলে ভেড়ানোর চেষ্টায়।