এমবাপ্পেকে বিক্রি করতে চায় পিএসজি!
চুক্তি শেষে কদিন আগেই ক্লাব ছেড়েছেন লিওনেল মেসি। আরেক তারকা নেইমারও ক্লাব ছাড়ি ছাড়ি করছেন। এবার আরেক বোমা ফাটালো ফ্রান্সের সংবাদমাধ্যম লে'কিপ। কিলিয়ান এমবাপ্পেকেও নাকি বিক্রি করতে চাচ্ছে পিএসজি!
এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হবে ২০২৪ সালের জুনের। শর্ত অনুযায়ী, এমবাপ্পে চাইলে আরো এক বছর সেই মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। কিন্তু ফরাসি তারকা নাকি পিএসজিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, বর্তমান মেয়াদ শেষেই ক্লাব ছাড়তে চান তিনি।
আর তাই যদি হয়, তাহলে এমবাপ্পেকে সামনের গ্রীষ্মকালীন দলবদলে বিক্রি না করে উপায় নেই পিএসজির। কারণ চুক্তির মেয়াদ না বাড়ানো মানে সামনের মৌসুম শেষ হলেই 'ফ্রি এজেন্ট' হয়ে যাবেন এমবাপ্পে। অর্থাৎ নিজের ইচ্ছেমতো ক্লাবে যেতে পারবেন তিনি, যার জন্য পিএসজি এক পয়সাও পাবে না!
তাই সেই ঝুঁকি না নিতে এমবাপ্পেকে সামনের গ্রীষ্মকালীন দলবদলেই বিক্রি করতে চায় পিএসজি। তার বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা।
এই টাকা খরচ করে এমবাপ্পেকে দলে টানার সামর্থ্য খুব বেশি ক্লাবের নেই। ম্যানচেস্টার ইউনাইটেড যদি শেষ পর্যন্ত কাতারি মালিকের অধীনে যায় তাহলে তারা চেষ্টা করতে পারে। আর আছে রিয়াল মাদ্রিদ, যাদের দুই মৌসুম আগে এমবাপ্পেকে দলে নেওয়া নিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।
তবে এখন যেহেতু এমবাপ্পেকে পিএসজিই আর রাখতে চাইছে না, আর করিম বেনজেমাও রিয়াল মাদ্রিদ ছেড়েছেন, তাই দুয়ে দুয়ে চার মিলিয়ে এমবাপ্পেকে রিয়ালে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।