বসুন্ধরার আইসোলেশন সেন্টার পরিচালনায় ৪১ কোটি টাকা বরাদ্ধ দিলো সরকার
বসুন্ধরা কনভেনশন সেন্টারে অবস্থিত অস্থায়ী কোভিড-১৯ আইশোলেশন সেন্টার পরিচালনার জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্ধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে এ অর্থ ব্যয় করা হবে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুনীল কুমার পাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, আইসোলেশন সেন্টারের পরিষ্কার পরিচ্ছন্নতা, অক্সিজেনের সরবরাহ, পানি, বিদ্যুৎ, ইন্টারনেটসহ ২৫টি খাতে এ অর্থ ব্যয় করা হবে।
এতে আরও বলা হয়, "অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি যাবতীয় আর্থিক বিধি- বিধান যথাযথভাবে পালন করতে হবে, ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কোডে সমন্বয় করতে হবে, অব্যয়িত অর্থ (যদি থাকে) যথাসময়ে সরকারি কোষাগারে জমা দিতে হবে।"