পদ্মা সেতু দিয়ে প্রতিদিন সাড়ে চার হাজারের বেশি মোটরসাইকেল পাড়ি দেয়: সেতু কর্তৃপক্ষ
পদ্মা সেতুতে শর্তসাপেক্ষে মোটরসাইকেল পারাপার হচ্ছে দুই মাসের বেশি সময় ধরে। সেতু বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময় গড়ে প্রতিদিন পাড়ি দিচ্ছে সাড়ে চার হাজারের অধিক দুই চাকার এই যান।
সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, মোটরসাইকেল চলাচলের জন্য সেতু উন্মুক্তের পর গত ২০ এপ্রিল থেকে জুন ২৩ পর্যন্ত সেতুতে পাড়ি দিয়েছে ২ লাখ ৯৩ হাজার ২৮২টি মোটরসাইকেল। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২০০ টাকা।
সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতুর উত্তর থানা মোড় থেকে মোটরসাইকেল চলার সড়ক হয়ে নির্ধারিত লেন হয়ে সেতুতে উঠছে সব মোটরসাইকেল। পদ্মা সেতুর উত্তর থানার মোড় থেকে চালকদের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ট্রাফিক পুলিশ। 'স্বপ্নের সেতু' হয়ে সহজে ফিরতে পারায় খুশি মোটরসাইকেল আরোহীরা।
ঢাকা থেকে শরীয়তপুরগামী মোটরসাইকেল আরোহী জীবন সরকার বলেন, "ঢাকায় বড় ভাইয়ের ব্যবসার সাথে সহযোগী হিসাবে কাজ করি। বিভিন্ন প্রয়োজনে সপ্তাহে ২-১ বার বাড়িতে যেতে হয়। সেতু দিয়ে সহজেই এখন যেতে পারি। আমরা চেষ্টা করি, নিয়ম মেনে নির্ধারিত গতিতে গাড়ি চালানোর জন্য। সবাই সবাইকে উৎসাহ দেই নিয়ম মানার জন্য। যেন আর কখনো সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ না হয়।"
একই কথা জানান আরেক আরোহী মোঃ আশরাফ। তিনি বলেন, "মোটরসাইকেল চলতে দেওয়ায় এখন নিয়মিত ঢাকায় যাতায়াত করি। ছোট প্রয়োজনেও যাতায়াত করি, কারণ এখন ভোগান্তি নেই। আর মোটরসাইকেল চলায় সাশ্রয়ী, যাতায়াতও সহজ হয়েছে।"
একই মত দেন আরো বেশ কয়েকজন। তাদের মতে এখনো যারা নিয়ম অমান্য করে তাদের সতর্ক হওয়া উচিত।
শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা
পদ্মা সেতুতে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এতে সেতুতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। নির্ধারিত লেন ও গতি মেনে চলতে নিরাপত্তা কর্মীদের সাথে কাজ করছে তারা। সেতুতে স্পিডগান দিয়ে গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ট্রাফিক পুলিশের মতে, বর্তমান ৮০-৯০ ভাগ চালক পুরোপুরি মেনে চলছে নিয়ম, নির্ধারিত গতি রাখছে অধিকাংশ চালক।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ বজলুর রহমান জানান, শৃঙ্খলা রক্ষায় আমাদের সার্বক্ষণিক তৎপরতা থাকছে। বিশৃঙ্খলার পরিমাণ কমে এসেছে। এরপরও আমাদের অভিযান চলছে। গত ২১ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত দুই মাস নিয়ম অমান্য করায় ২৬৫ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। নির্ধারিত লেন অতিক্রম ও অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোয় তাদের জরিমানা করা হয়েছে। অচিরেই শতভাগ নিয়ম মানার জন্য আমাদের কার্যক্রম চলছে।
তিনি আরো বলন, বিশৃঙ্খলা এড়াতে চালকদের সতর্ক ও নিয়ম মানতে হবে।
প্রসঙ্গত, বিশৃঙ্খলার কারণে পদ্মা সেতুতে যান চলাচল শুরুর পরদিনই বন্ধ করে দেওয়া হয়েছিলো মোটরসাইকেল চলাচল। ১০ মাস বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে দুই চাকার যানের জন্য গত ২০ এপ্রিল খুলে দেওয়া হয় সেতু।