ঈদে পাঁচদিন বন্ধ ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি
আগামী ২ জুলাই থেকে আবারও শুরু হবে স্বাভাবিক নিয়মে কার্যক্রম।
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি। আগামী ২ জুলাই থেকে আবারও শুরু হবে স্বাভাবিক নিয়মে কার্যক্রম।
ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত সরকারি ছুটি থাকবে। ১ জুলাই ভারত ও বাংলাদেশের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ঈদ উপলক্ষ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সেকারণে পরদিন ২ জুলাই থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।