ঢাকা-১৭ উপনির্বাচন: হিরো আলম পেলেন ‘একতারা’ প্রতীক
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম 'একতারা' প্রতীক পেয়েছেন। আর বিভিন্ন দলের অন্য ছয় প্রার্থী নিজ নিজ দলের নির্ধারিত প্রতীক পেয়েছেন।
সোমবার (২৬ জুন) প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক পেয়ে হিরো আলম বলেন, 'আমি একতারা প্রতীক চেয়েছি। চাওয়ামতো প্রতীকই বরাদ্দ পেয়েছি। এখন আর কোনো অভিযোগ নেই। আমি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।'
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অন্য ছয় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন 'নৌকা', জাতীয় পার্টি'র (জাপা) প্রার্থী সিকদার আনিসুর রহমান 'লাঙ্গল', বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন 'ডাব' এবং জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান পেয়েছেন 'গোলাপ ফুল' প্রতীক।
এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমান পেয়েছেন 'সোনালী আঁশ' প্রতীক। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আকতার হোসেন লড়বেন 'ছড়ি' প্রতীকে।
আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে। এই ভোট হবে ব্যালটে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।