আজ শপথ নিচ্ছেন মেয়র ফজলে নূর তাপস
আজ শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এরপর বিকেল ৩টায় নগর ভবনের অফিস থেকে অনলাইনে সংবাদ সম্মেলন করবেন তিনি। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ সমন্বয়ক তারেক সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার ১৫ মে।
জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্প্রতি এক চিঠিতে দক্ষিণ সিটি কর্পোরেশনকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
যেহেতু দেশে এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে, এর মধ্যে তাই লোকসমাগম না করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে একটি সভা করে নতুন মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়েছে। তবে অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন তা এখনো জানা যায়নি।