রাজশাহীতে আগুনে পুড়ে নারীর মৃত্যু, দুই সন্তান আহত
রাজশাহীর বাগমারার মাদারীগঞ্জ বাজার এলাকার একটি বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফরিদা ইয়াসমিন (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তার দুই ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, "নিহত মায়ের নাম ফরিদা ইয়াসমিন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। আহত দুই সন্তানকেও চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়।"
নিহত ফরিদা ইয়াসমিন দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। ঘটনার সময় তার স্বামী ইজাজুল বাসার স্বপন বাড়িতে ছিলেন না বলে জানান ওসি।
অগ্নকাণ্ডে আহত দুই ছেলে রশিদুল বাসার ও শফিউল বাসারের অবস্থাও আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে আজ সকালে তাদেরকে ঢাকা বার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
রামেক সূত্র জানায়, দুই ছেলের শরীরের ৪৫ শতাংশই পুড়ে গেছে।
এদিকে ওসি আরও জানান, ভবনটি আগে সিনেমা হল হিসেবে ব্যবহার করা হতো। পরে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় হলের অডিটোরিয়ামের ভিতরে তিনতলা বাড়ি বানানো হয়। সেখানেই থাকতেন ইজাজুল বাসার ও তার স্ত্রী-সন্তান।
"নিচের তলায় রান্নাঘরে রাতে খড়ির চুলায় রান্না করা হয়েছিল। সেখান থেকে বারান্দায় শুকাতে দেওয়া কাপড়ে লেগে আগুনের সূত্রপাত হয়," যোগ করেন তিনি।
আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরিদা ইয়াসমিনের। তার দুই ছেলে বাড়ি থেকে বের হতে গিয়ে গুরুতর আহত হন। পরে শুক্রবার (৩০ জুন) সকালে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি আমিনুল ইসলাম।