বাংলাদেশে একটুও সমর্থন পাই না: রোহিত
ক্রিকেট পাগল দেশের হিসাব করলে তালিকায় সবার উপরে থাকবে ভারত। ১২১ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটি ক্রিকেট বলতেই পাগল। ক্রিকেটাররা তাদের কাছে দেবতার মতো। মাঠে গিয়ে নিজের দেশের ক্রিকেটারদের সব সময়ই সমর্থন যোগান ভারতীয় সমর্থকরা।
এটা কেবল ভারতেই নয়, বিশ্বের যে দেশেই খেলা হোক না কেন, উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সমর্থকের উপস্থিতি দেখা যায় মাঠে। ব্যতিক্রম কেবল বাংলাদেশে। বাংলাদেশে কখনই সমর্থন পায় না ভারত। এমন দাবি ভারতের ওপেনার রোহিত শর্মার।
করোনাভাইরাসের কারণে সবকিছুই স্থবির হয়ে আছে। ঘরবন্দি এই অবস্থায় ভক্তদের একটু বিনোদন দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত লাইভ করছেন তামিম ইকবাল। ক্রিকেট তারকাদের নিয়ে ফেসবুক লাইভে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
শুক্রবার রাতে তামিমের অতিথি হন রোহিত শর্মা। এই লাইভেই বাংলাদেশ তাদের সমর্থন না পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন ভারতের তারকা এই ব্যাটসম্যান।
ডানহাতি এই ওপেনার বলেন, 'বাংলাদেশে আমরা যখন মাঠে যাই, অবিশ্বাস্য চিত্র দেখি। ভারতীয় দল মাঠে দর্শক সমর্থন না পেতে অভ্যস্ত নয়! বাংলাদেশ একমাত্র জায়গা, যেখানে আমরা কোনো সমর্থনই পাই না। হতে পারে, ১০০-২০০ দর্শক আমাদের থাকে। কিন্তু বিশ্বের অন্য যে কোনো জায়গায় মাঠে আমরা প্রচুর সমর্থন পাই। বাংলাদেশে একটুও সমর্থন পাই না।'
এই ব্যাপারটিকে ইতিবাচক হিসেবেই দেখেন রোহিত। বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করে ভারতীয় ওপেনার বলেন, 'মাঠে যারা আসেন, সবার প্রতি আমার টুপি খোলা অভিনন্দন। আমি দেখি, তারা কতটা উপভোগ করে। তারা কতটা প্রবলভাবে চায় তোমাদের জিততে দেখতে।'
এ সময় বাংলাদেশ দলেরও প্রশংসা করেন রোহিত শর্মা, 'বাংলাদেশ দলও ১০-১৫ বছর আগে যা ছিল, এখন পুরোপুরি বদলে গেছে। তোমরা এখন যখন মাঠে নামো, তোমাদের মধ্যে লক্ষ্য ও তাড়না দেখা যায়। এটা ভিন্ন এক বাংলাদেশ দল। এটা শুধু আমি নই, সবাই বলে। তোমাদের পারফরম্যান্সেই সেটা দেখেছি গত বিশ্বকাপে। তোমাদের গত ২-৩ বছরের পারফরম্যান্স দারুণ।'