পাকিস্তানের প্রেসিডেন্টকে ১৯৭১ সালের জন্য ক্ষমা চাইতে বললেন সালমান এফ রহমান
১৯৭১ সালে সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সৌদি আরবে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
এক টুইট বার্তায় সালমান এফ রহমান বলেন, সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকটি তার শৈশবের স্মৃতি ফিরিয়ে এনেছে। কারণ পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির সঙ্গে শেষ সাক্ষাৎকালে তার বয়স ছিল ১২ বছর।
১৯৭১ সালের ঘটনায় ক্ষমা চাইতে বলেছেন বলেও ওই টুইটে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সৌদি আরবে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ও সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
একটি টুইটে আরিফ আলভি বৈঠকের ছবি পোস্ট করেছেন এবং সালমানের সঙ্গে শৈশবে সাক্ষাতের কথা স্মরণ করেন। টুইটে তিনি লেখেন, আমরা ৬০ বছর পর দেখা করেছি। আল্লাহর দয়া আমাদের সম্পর্কের জন্য ভালো কিছু নিয়ে আসবে।