ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা
সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগে ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন।
সেন্ট্রাল হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. এমএ কাসেম মামলার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে নিশ্চিত করে বলেছেন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গত ২০ জুন এক সংবাদ ব্রিফিংয়ে একজন গর্ভবতী মা ও তার নবজাতক সন্তানের মৃত্যুর জন্য সেন্ট্রাল হাসপাতালকে দায়ী করেছিলেন ডা. সংযুক্তা সাহা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাহবুবা রহমান আঁখিকে তার অগোচরে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা করা হয়েছিল।
তিনি আরও বলেন, ১০ জুন মাহবুবাকে ভর্তি করানোর সময় হাসপাতাল কর্তৃপক্ষ তার মৌখিক বা লিখিত সম্মতি নেয়নি।
তিনি বলেন, 'সত্যি ঘটনা আড়াল করতে এবং তাদের দোষ ঢাকতে একটি স্বার্থান্বেষী মহল সব ধরনের উপায় অবলম্বন করছে এবং দেশের মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে ব্যস্ত রয়েছে।'
২ জুলাই এক বিবৃতিতে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডা. সংযুক্তা সাহা তার অনুপস্থিতিতেও রোগী ভর্তির নির্দেশনা দিয়েছিলেন।
এর আগে ১৪ জুন আঁখির পরিবার অভিযোগ করে, আঁখির বাচ্চা জন্মদানের সময় ডা. সংযুক্তা সাহা উপস্থিত থাকার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিল সেন্ট্রাল হাসপাতাল। এর ফলে বাচ্চার মৃত্যু হয় এবং মা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনায় ওই সময় ওটিতে থাকা চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনার বিরুদ্ধে প্রতারণা ও ভুল চিকিৎসার অভিযোগে ১৪ জুন আঁখির পরিবার ধানমন্ডি থানায় একটি মামলা করে। পরে ধানমন্ডি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
১০ জুন আঁখিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই ১৮ জুন মারা যায় আঁখি।