সড়ক দুর্ঘটনা: একই দিনে যশোর ও সিলেটে নিহত ১২
দেশে সড়ক দুর্ঘটনায় দুই জেলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের মারা গেছেন পাঁচজন।
শুক্রবার (৭ জুলাই) যশোরে বাসচাপায় ইজিবাইকের সাত যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন। অন্যদিকে একই দিন সিলেট-তামাবিল সড়কে বাস ও ব্যাটারিচালিত রিকশার (টমটম) সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
যশোর: একই পরিবারের সাতজন নিহত
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা বাজার এলাকায় একটি বাস ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের আরোহী সাত যাত্রী নিহত হন বলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭); বাঘারপাড়ার যাদবপুরের হেলালের স্ত্রী সোনিয়া, জমজ দুই ছেলে হাসান (২), হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭), মা আনোয়ারা (৭০), এবং একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি বেপরোয়া গতিতে এসে ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে।
স্থানীয় মুদিদোকানী জাহাঙ্গীর হোসেন বলেন, 'যশোর থেকে একটি ইজিবাইক সাতজন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে যাচ্ছিল। তেতুলতলায় এসে ইজিবাইকটি ডানে একটি বাইপাস সড়কে নামতে গেলে বাসটি পেছন থেকে চাপা দেয়।'
যশোর জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে ছয় জন মারা গিয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহতদের হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান।
সিলেট: বাস-রিকশার সংঘর্ষে নিহত ৫
শুক্রবার রাত ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় বাস ও ব্যাটারিচালিত রিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
এছাড়া এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাসটি সিলেট থেকে জাফলং যাচ্ছিল। এ সময় সাত যাত্রী নিয়ে বিপরীতদিক থেকে আসা অটোরিকশার সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়।