সাকিবের বিশ্বরেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বেধড়ক পিটুনি খেয়েছেন বাংলাদেশের বোলাররা। এবাদত-হাসান মাহমুদদের কচুকাটা করেছেন গুরবাজ-জাদরানরা।
তবে আফগানিস্তানের রান উৎসবের মধ্যেও একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে আরেকটি 'প্রথম' কীর্তিতে নাম লিখিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ঘরের মাঠে সব ধরনের ফরম্যাট মিলিয়ে ৪০০ উইকেট নিয়েছন সাকিব। সব মিলিয়ে বিশ্বের নবম বোলার হিসেবে এই তালিকায় উঠেছে সাকিবের নাম। সেইসাথে তিনিই প্রথম বাঁহাতি বোলার, যিনি এই কৃতিত্ব দেখালেন।
আফগান ওপেনার গুরবাজকে আউট করে ৪০০ তম উইকেটটি নেন সাকিব। যদিও এর আগেই গুরবাজ ১৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।
এই কীর্তিতে সবার ওপরে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়াহ মুরালিধরন। সবমিলিয়ে ঘরের মাঠে ৬৪৭ উইকেট নিয়েছেন তিনি।