কর্ণফুলীর তীরে গড়ে তোলা হবে পার্ক ও খেলার মাঠ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী উন্মুক্ত সরকারি খাস জমিতে অপদখল ও নদী দূষণ প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে পার্ক ও খেলার মাঠ নির্মাণ করা হবে।
বুধবার (১২ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী ফিরিঙ্গিবাজার এলাকায় জেলা প্রশাসন কর্তৃক প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ সময় চসিক মেয়রকে কর্ণফুলী নদীর তীরবর্তী খাস জমিতে সবুজ বিস্তীর্ণ পার্ক ও খেলার মাঠ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।
স্থানীয় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব সহ স্থানীয়রা এ খেলার মাঠ ও পার্ক গড়ে তোলার কার্যক্রমকে সাধুবাদ জানান। চট্টগ্রাম জেলা প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পরিদর্শনের সময় জানান, জেলা প্রশাসনের খাস জমিতে কর্ণফুলী নদী সুরক্ষিত রেখে নদীর সৌন্দর্য উপভোগের জন্য এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে দ্রুততম সময়ের মধ্যে বিস্তীর্ণ সবুজ পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে।
জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কর্ণফুলী নদী তীরবর্তী খাস জমিতে অবৈধ দখল প্রতিরোধে নদী তীরবর্তী উন্মুক্ত জমিতে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে। উন্মুক্ত গ্রিন জোন ও পার্কটি নগরবাসীর চিত্ত বিনোদনের জন্য একটা বিশেষ আকর্ষণ হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসন জানায়, নগরবাসীর চিত্ত বিনোদনের চাহিদা পূরণ এবং কর্ণফুলী নদীর অপার সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতে জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের উদ্যোগে কর্ণফুলী নদী তীরবর্তী উন্মুক্ত সরকারি খাস জমির দখল প্রতিরোধে এ উদ্যোগ নেয়া হয়েছে।