এশিয়ান অ্যাথলেটিক্সের সেমি-ফাইনালে বাংলাদেশের ইমরানুর
এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পতাকা বহন করছেন ইমরানুর রহমান। আর সেখানে ১০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে উঠেছেন এই গতি তারকা।
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর এবার এশিয়ান অ্যাথলেটিকস প্রতিযোগিতায় নিজের হিটে দ্বিতীয় হয়ে সেমি-ফাইনালে নাম লেখান।
হিটে তিনি সময় নিয়েছেন ১০.২৫ সেকেন্ড। যদিও এটি তার ব্যক্তিগত দ্রুততম টাইমিং নয়। ১০.২২ সেকেন্ড সময় নিয়ে ব্যক্তিগত দ্রুততম টাইমিংয়ের রেকর্ড ইমরানুর গড়েছেন বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে।
হিটে প্রথম হয়েছেন জাপানের দৌড়বিদ হিরোকি ইনাগিতা। তিনি সময় নিয়েছেন ১০.১০ সেকেন্ড।
আগামীকাল শুক্রবার সেমি-ফাইনালে লড়বেন ইমরানুর। ফাইনালে উঠে বাংলাদেশের নাম উজ্জ্বল করাই এখন তার লক্ষ্য হওয়ার কথা।