ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউ দলের কাছে উদ্বেগ প্রকাশ করলেন শীর্ষ পত্রিকার সম্পাদকরা
সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ দলের কাছে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা। সোমবার (১৭ জুলাই) ইইউ'র গুলশান ২ কার্যালয়ে এক ঘণ্টাব্যাপী বৈঠকে তারা ডিএসএ নিয়ে উদ্বেগের কথা জানান।
বৈঠক শেষে ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, তারা প্রথমে ডিএসএ সম্পর্কে আলাদাভাবে জানতে চায়নি। তারা বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করেছিল। আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছি কি না জানতে চেয়েছে।
তিনি আরো বলেন, ডিএসএ প্রসঙ্গে সরকারের কাছে পাঠানো সুপারিশগুলো আমরা তাদেরকে বলেছি এবং নিজেদের মধ্যে বৈসাদৃশ্য থাকলেও সংবাদপত্রের স্বাধীনতা বা ডিএসএ প্রসঙ্গে যে আমরা ঐক্যবদ্ধ তা জানিয়েছি।
ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আমরা সেখানে আমাদের সুপারিশগুলোর বাস্তবায়ন দেখতে চাই।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গণমাধ্যম তার ভূমিকা রাখবে বলেও আমরা জানিয়েছি।
বৈঠকে নিউ এজ সম্পাদক নুরুল কবির ইইউ টিমকে বাংলাদেশের জনগণের জন্য সন্তোষজনক হয়, এমন প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমরা বলেছি যে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশে আসায় আমরা তাদের সাধুবাদ জানাই। এটা দুঃখজনকও, কারণ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমাদের কখনই ব্রাসেলসে যাওয়ার দরকার নেই।
নুরুল কবির বলেন, এটা আমাদের লড়াই, এবং আমাদের নিজেদেরই করতে হবে।
ইকবাল সোবহান চৌধুরীর পাশাপাশি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, নিউ এজ সম্পাদক নুরুল কবির এবং প্রথম আলোর ইংরেজি ওয়েবের প্রধান আয়েশা কবির ইইউ টিমের সাথে হওয়া বৈঠকে অংশ নেন।
দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে সোমবারই আরো এক বৈঠকে বসার কথা রয়েছে ইইউ দলের।