৩ দফা দাবিতে এবার রংপুর বিভাগেও তেল উত্তোলন-পরিবহন বন্ধের ঘোষণা
তিন দফা দাবিতে এবার রংপুর বিভাগেও অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহনে বিরত থাকার ঘোষণা দিয়েছে রংপুর বিভাগের পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
সোমবার (১৭ জুলাই) দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব টিটু।
এর আগে তিন দফা দাবিতে গত ১৫ জুলাই বগুড়ায় এক সংবাদ সম্মেলন করে একই সংগঠনের রাজশাহী বিভাগের ব্যবসায়ীরা আগামী ১ আগস্ট থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন।
ব্যবসায়ীদের দাবি তিনটি হলো: জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক-লরির ইকোনমিক লাইফ ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি, এবং কমিশনের বিষয়টি প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেটে প্রকাশ করা।
মোস্তফা সোহরাব টিটু বলেন, 'জ্বালানি তেল বিক্রয়ের ওপর কমিশন বৃদ্ধির দাবি জ্বালানি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং জ্বালানি মন্ত্রণালয় একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। তাই আন্দোলন করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই।'
'বিদ্যুতের দাম এবং লাইসেন্স ফি, ট্যাংক-লরির যন্ত্রাংশের মূল্য ও কর্মচারীদের বেতন বাড়ছে বলে গত কয়েক বছর ধরে আমরা জ্বালানি তেল বিক্রয় কমিশনে প্রতি লিটারে ১.৬ টাকা বৃদ্ধি করে সাড়ে ৭ শতাংশ কমিশনের দাবি জানিয়ে আসছি,' বলেন তিনি।
'তেলের দাম দ্বিগুণ হলেও ডিলার ও এজেন্টদের কমিশন একই হারে রয়ে গেছে। দাম বৃদ্ধির কারণে জ্বালানি তেল বিক্রির পরিমাণ প্রায় অর্ধেক হয়ে গেছে। কিন্তু ডিলার ও এজেন্টদেরকে তেল কিনতে দ্বিগুণ বিনিয়োগ করতে হয়,' বলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
তিনি অটো গ্যাস স্টেশন (এলপিজি) এবং পেট্রোল-অকটেন ব্যবসায়ীদের প্রাপ্ত কমিশনের মধ্যে অসঙ্গতির কথাও তুলে ধরেন। এলপিজি স্টেশনগুলো প্রতি লিটার ৪৬ টাকায় বিক্রির জন্য আট টাকা (১৭ শতাংশ) কমিশন পায়, যেখানে পেট্রোল-অকটেন ব্যবসায়ীরা প্রতি লিটার ১৩০ টাকায় বিক্রির জন্য চার টাকা বা ৩ শতাংশ কমিশন পান।
মোস্তফা সোহরাব টিটু বলেন, যদি বাস, ট্রাক এবং কাভার্ড ভ্যানকে ২৫ বছরের ইকোনমিক লাইফ দেওয়া হয়, তবে ট্যাংকার সহজেই ৫০ বছরের ইকোনমিক লাইফ পাওয়ার যোগ্য হতে পারে — কারণ সেগুলো সপ্তাহে মাত্র তিনবার জ্বালানি পরিবহন করে।