‘প্রথম ছবি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত’, পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে নিশো
এবছর কুরবানি ঈদের সময় দেশে মুক্তি পেয়েছে আফরান নিশোর প্রথম সিনেমা 'সুড়ঙ্গ'। নিশোকে এতদিন দর্শকরা মূলত দেশীয় নাটকেই দেখে এসেছেন এবং তাঁর অভিনয়ের গুণে মুগ্ধ হওয়া দর্শকের সংখ্যাও কম নয়। কিন্তু প্রথম ছবি মুক্তির পরেই যে এমন সাড়া পাওয়া যাবে তা বোধহয় অনেকেই আশা করেননি। দেশে প্রভূত সাড়া পাওয়ার পর রায়হান রাফির এই ছবিটি এবার ভারতে মুক্তি পাচ্ছে বলে খবর হিন্দুস্তান টাইমস-এর।
আগামীকাল অর্থাৎ ২১ জুলাই কলকাতার হলে মুক্তি পাবে 'সুড়ঙ্গ'। তার আগেই ছবির প্রচারে ভারতে গেলেন পরিচালক রায়হান রাফি, অভিনেতা আফরান নিশো এবং তমা মির্জা।
এই ছবির প্রচারে এসে নিশো বলেন, 'আমি এর আগে মূলত নাটকেই অভিনয় করতাম। আমাকে অনেকেই বলেছেন যে আমার কাছে এই ছবির সুযোগ এলো অনেক পরে। আমি অনেক দেরি করে সিনেমায় কাজ করা শুরু করেছি। কিন্তু আমি মনে করি সবকিছুই নিজের মতো সঠিক সময়েই হয়। আমার কাছে পরে সুযোগ এসেছে বলেই আমি পরিণত হয়েই এখানে কাজ করতে পেরেছি। আরো পরে সুযোগ এলে আরও বেশি প্রস্তুতি নিতে পারতাম।'
এদিন কলকাতার বুকে সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, 'আমি কেবল অভিনয়টুকুই করে যেতে চাই। আর দর্শকদের থেকে ভালোবাসা-উৎসাহ চাই। আমি আমার প্রথম ছবি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত, আনন্দিত।'
প্রসঙ্গত এদিন প্রেস মিটের পর টলিউড এবং ঢালিউডের বড় বড় তারকাদের একসঙ্গে একই টেবিলে দেখা গিয়েছে। সৃজিত মুখোপাধ্যায়, জয়া আহসান, নিশো, তমা এবং রায়হান রাফি ছিলেন।
প্রসঙ্গত, কলকাতা তথা পশ্চিমবঙ্গে 'সুড়ঙ্গ' ছবিটির পরিবেশনা করছে এসভিএফ। এই ছবিটি রাজ্যের ২৯টি হলে মুক্তি পাবে। বলে রাখা ভালো, এই ছবির আগে চঞ্চল চৌধুরীর 'হাওয়া' মুক্তি পেয়েছিল ভারতে, সেটিও বেশ ভালো সাড়া পেয়েছিল দর্শকদের কাছ থেকে।