দ্বিতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট ব্রডের
অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের ক্যাচ জো রুট তালুবন্দি করতেই পুরো ওল্ড ট্র্যাফোর্ড উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালো। জো রুট কিংবা ট্রাভিস হেডের জন্য নয়, সেই অভিবাদন ছিলো বোলার স্টুয়ার্ট ব্রডের জন্য।
টেস্ট ক্রিকেট ইতিহাসের মাত্র পঞ্চম বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টুয়ার্ট ব্রড। এই অর্জনে দ্বিতীয় ইংলিশ বোলার ব্রড। প্রথমজন জেমস অ্যান্ডারসন।
১৬৬ টেস্ট খেলে ৬০০ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৪৯ উইকেট নেওয়ার রেকর্ডও এখন ব্রডের।
ইংল্যান্ড তো বটেই, টেস্ট ইতিহাসেরই দ্বিতীয় পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ৩৬ বছর বয়সী ব্রড।
টেস্টে সর্বোচ্চ উইকেট
ইনিংস উইকেট
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ২৩০ ৮০০
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ২৭৩ ৭০৮
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ৩৩৮ ৬৮৮*
অনিল কুম্বলে (ভারত) ২৩৬ ৬১৯
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ৩০৬ ৬০০*