আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা: বিএনপির ৩০০ নেতাকর্মীকে আসামি করে মামলা দাখিল
চট্টগ্রামে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুরের অভিযোগে নগরের খুলশী থানায় আজ (২০ জুলাই) একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বিএনপির অজ্ঞাত ৩০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার আরিফুল ইসলাম নামের আওয়ামী লীগের এক কর্মী এ মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা।
এর আগে বুধবার বিকেলে বিএনপির পদযাত্রা শেষে ফেরার পথে নগরীর লালখানবাজার এলাকায় চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ করে আওয়ামী লীগের কর্মীরা। এতে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় ক্যাম্পের ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ করে আওয়ামী লীগ। এ ঘটনার জেরে বিকেলেই নগর বিএনপি অফিসে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ। আগুন লাগিয়ে দেয় হয় বিএনপির ব্যানার ফেস্টুনে।
ঘটনার পরপর সেখানে পুলিশ উপস্থিত হয়। পুলিশের সদস্যরা সেখান থেকে আওয়ামী লীগের নেতা–কর্মীদের সরিয়ে দেন। পরে পুলিশ কার্যালয়টি ঘিরে রাখে।
চট্টগ্রামে আজ একই সময়ে আওয়ামী লীগ–বিএনপির কর্মসূচি
চট্টগ্রামে গতকালের পাল্টাপাল্টি হামলার পর আজ আবারও একই সময়ে কর্মসূচি পালন করতে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি।
দুটি দলের কর্মসূচিস্থল এক কিলোমিটারের মধ্যে হওয়ায় তাদের আবারও সংঘর্ষে জড়িয়ে পরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে নগরবাসীর মধ্যে।
তবে পুলিশ বলছে, পরিস্থিতি মোকাবিলায় তারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে।
চট্টগ্রাম-১০ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর অস্থায়ী কার্যালয়ে বিএনপির হামলার প্রতিবাদে আজ বিকেল ৩ টায় নগরের চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামীলীগ।
অপরদিকে, পদযাত্রার কর্মসূচিতে দলের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা তিনটায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে শোক র্যালি করবে চট্টগ্রাম বিএনপি।
নগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, "বুধবার পদযাত্রা থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এসময় নির্বাচনী অফিস ও দশটির বেশি গাড়ি ভাঙচুর হয়। এ হামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হবে।"
"ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে প্রতিবাদ সভা থেকে কর্মসূচি ঘোষণা করা হবে," বলেন তিনি।
নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, "বিএনপি পদযাত্রা শেষ করেছে দেওয়ানহাট এলাকায়। তাই আড়াই কিলোমিটার দুরে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা বিএনপি করেনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আজও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে বিএনপি।"
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, "দেড় কিলোমিটারের দূরত্বে একই সময় দুই দলের কর্মসূচি রয়েছে। অপ্রীতিকর ঘটনায় এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।"