করোনা উপসর্গে মারা গেলেন সাংবাদিক মিজানুর
দৈনিক বাংলাদেশের খবরের সাংবাদিক এম. মিজানুর রহমান খান করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মিজানুর বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন।
তার স্ত্রী শিমলা রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, কয়েকদিন ধরেই মিজানুর জ্বর এবং সর্দির মতো করোনা উপসর্গে ভুগছিলেন। এই অবস্থায় তিনি আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়েছিলেন করোনা পরীক্ষা করাতে।
সেখানে অপেক্ষারত অবস্থায় অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি সংজ্ঞা হারিয়ে পড়ে যান। দীর্ঘক্ষণ তিনি সেখানেই পড়েছিলেন।
অবশেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উদ্যোগ নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ত্রী শিমলা রহমান জানান, মিজানুর আগে থেকেই কিডনির রোগেও ভুগছিলেন।