একদফা দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছে
শুক্রবার (২৮ জুলাই) দুপুর সোয়া দুইটা থেকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে একদফা আন্দোলনের দাবিতে মহাসমাবেশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির এক দফা দাবির মধ্যে রয়েছে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।
মহাসমাবেশ প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
প্রায় তিন ঘণ্টা ধরে চলবে বিএনপির মহাসমাবেশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল। তবে ইতোমধ্যে অন্যান্য নেতারা সমাবেশে বক্তব্য রাখতে শুরু করেছেন।
মহাসমাবেশ থেকে অন্যান্য সমমনা দলগুলোর সঙ্গে মিলে আগামী রোববার সচিবালয় ঘেরাও করার সম্ভাবনার কথা ঘোষণা দিয়েছে বিএনপি।
তবে এ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি।
'সারাবিশ্বই শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে'
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'আজ শুধু দেশে নয়, সারাবিশ্বই শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে। শেষ হাসিনা হামলা-মামলা করেও আর ক্ষমতায় থাকার সুযোগ নেই।'
তিনি বলেন, 'মার্কিন কংগ্রেসের ১৪ জন এমপি শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন। তারা বলেছেন জাতিসংঘের অধীনে নির্বাচন করার জন্য, অন্যথায় শান্তি মিশনে বাংলাদেশকে না রাখতে।'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'সংবিধানের অধীনে নির্বাচন ভুলে যান, সংবিধানতো গিলে খেয়েছেন।'
এ সময় তিনি সরকারের পদত্যাগ আহ্বান করে বলেন, 'মার্কিন কংগ্রেসমান ও ইউরোপীয় ইউনিয়নও শেখ হাসিনাকে চিঠি দিয়ে জানিয়ে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। বিদেশেও শেখ হাসিনার উপর সমর্থন নাই।'
এই সরকারকে আর কোনো ছাড় নয় মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 'এই সরকারের সময় শেষ, অচিরেই সরকারকে আমরা বুড়িগঙ্গার মধ্যে ফেলে দেব।'
সমাবেশে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, 'শেখ হাসিনার আর কোনো রক্ষা নেই, সব রাস্তা বন্ধ।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব গণভবন ত্যাগ করার আহ্বান জানিয়ে বুলু বলেন, 'শেখ হাসিনা আর ক্ষমতায় নাই।'
'ইন্টারনেট বন্ধকারীদের চিহ্নিত করা হচ্ছে'
বিএনপির মহাসমাবেশের এলাকায় অনেক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সংযোগ সমস্যায় পড়েছেন। দুপুর থেকে সেখানে মোবাইলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'যারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, তারা ভোট চোর সরকারের দালাল। তাদেরকে চিহ্নিত করা হচ্ছে।'
পল্টন ও কাকরাইল এলাকায় বিএনপির সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সংবাদদাতারা সমাবেশ এলাকায় ইন্টারনেট সংযোগে সমস্যার কথা নিশ্চিত করেছেন।
বিটিআরসি এর আগে বলেছিল, বিপুলসংখ্যক ব্যবহারকারী রয়েছে, এমন এলাকায় মোবাইল ইন্টারনেট ও ভয়েসকল সেবা বাধাগ্রস্ত হয়।
মহাসমাবেশের আগে এ দিন সকাল থেকেই বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থক নয়াপল্টনে জড়ো হন।
দুপুরে সমাবেশের আগে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীরা সড়ক ছেড়ে রাস্তার পাশে বিভিন্ন দোকানে আশ্রয় নিয়েছিলেন। তবে অনেক নেতাকর্মী বৃষ্টিতে ভিজেই রাস্তায় অবস্থান করেন।
এদিকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, পুরানা পল্টন, মতিঝিলসহ ঢাকার বিভিন্ন স্থানে ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশ করার ঘোষণা দিলেও, নয়াপল্টনে তাদেরকে এ কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
পরে একদিন পিছিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে এ সমাবেশ।
বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী জোট, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), এলডিপি, গণফোরাম, গণতান্ত্রিক বাম ঐক্য জোটসহ ৩৭টি সমমনা দলও মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। আলাদাভাবে আজ ঢাকায় সমাবেশ করবে দলগুলো।
এদিকে আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ যৌথভাবে আজ বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ শুরু করেছে।