বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে লেনদেন সমস্যায় ব্যাংকগুলো
বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে সোমবার (৩১ জুলাই) সকাল থেকে রিয়েল-টাইম লেনদেনে সমস্যায় পড়েছে ব্যাংকগুলো।
রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) হচ্ছে ফান্ড ট্রান্সফারের একটি ব্যবস্থা যার মাধ্যমে অর্থ বা সিকিউরিটি তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা যায়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায় জানিয়েছেন, কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) থেকে আরটিজিএস-এ তহবিল স্থানান্তর করার সময় সমস্যাটি দেখা দেয়।
তবে তিনি বলেন, এই ত্রুটি আন্তঃব্যাংক লেনদেনে কোনো প্রভাব ফেলে না।
সমস্যাটি চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে জানিয়ে দেবদুলাল আশা প্রকাশ করে বলেন, আগামীকাল সকালের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি আরও জানান, কর্তৃপক্ষ ত্রুটির কারণ চিহ্নিত করতে সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, আন্তঃব্যাংক লেনদেনের জন্য অপরিহার্য ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে এ ত্রুটির কোনো প্রভাব পড়েনি এবং উভয়ই সম্পূর্ণরূপে চালু রয়েছে।