৪২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রোনালদো
ফুটবলের অনেক রেকর্ডেই সবার ওপরে তিনি। এবার আরেকটি রেকর্ড কেবলই নিজের করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসে হেড থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন পর্তুগিজ মহাতারকার।
টানা ছয় ম্যাচ গোল না পাওয়ায় কিছুটা চাপের মুখেই ছিলেন রোনালদো। শেষ পর্যন্ত গোলখরা কাটালেন, সঙ্গে গড়লেন নতুন রেকর্ডও।
ডান পা, বাঁ পা, হেড- সবকিছুতেই পারদর্শী রোনালদো। তিউনিশিয়ান ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ক্যারিয়ারে ১৪৫ তম বারের মতো 'হেড' করে বল জালে জড়ালেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর তাতেই রেকর্ডবুকে আরেকটি জায়গায় তার নাম স্থান পেল প্রথম হিসেবে।
এত দিন জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন পর্তুগিজ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে হেড করে ১৪৪ গোল করেছিলেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি সান্তিলানা, ১২৫টি গোল করেছেন তিনি। চতুর্থ স্থানে আছেন ফুটবলে রাজা পেলে। হেড থেকে ক্যারিয়ারে ১২৪ গোল করেছেন ব্রাজিলের কালো মানিক।