কোপা জিতে শিরোপা রেকর্ডের চূড়ায় মেসি
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেই একটি রেকর্ড গড়ে ফেলেন লিওনেল মেসি। আসরটির ইতিহাসের সর্বোচ্চ পাঁচটি ফাইনাল খেলা ফুটবলার হয়ে যান আর্জেন্টাইন এই ফুটবল জাদকুর। এরপর সময়টা কঠিন গেছে, দল গোল পায়নি, চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে। মাঠের বাইরে বসে বাচ্চাদের মতো অঝোরে কেঁদেছেন এই কিংবদন্তি।
যদিও তার মুখে হাসি ফোটাতে বেশি সময় নেননি সতীর্থরা। লাউতারো মার্তিনেসের গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। শিরোপা উৎসবের মধ্যমণি থেকেছেন মেসিই। দেশ কোপার রেকর্ড ১৬তম শিরোপা জিতেছে, শিরোপা রেকর্ডের চূড়ায় পৌঁছে গেছেন মেসিও। ফুটবল ইতিহাসে তিনিই এখন সর্বোচ্চ শিরোপা জেতা ফুটবলার, ক্লাব ও দেশ মিলিয়ে জিতেছেন ৪৫টি শিরোপা।
২০২২ বিশ্বকাপের শিরোপা জিতে ব্রাজিলের দানি আলভেসের সঙ্গে সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ডে ভাগ বসান মেসি। আজকের ফাইনালের আগে আলভেস ও মেসির সমান শিরোপা ছিল, দুজনের নামের পাশেই ছিল ৪৪টি করে শিরোপা। আজ শিরোপা উৎসব করে বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ আলভেসকে ছাড়িয়ে চূড়ায় পা রাখলেন ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি।
মেসির শিরোপা
লা লিগা: ১০ (বার্সেলোনা)
কোপা দেল রে: ৭ (বার্সেলোনা)
স্প্যানিশ সুপার কাপ: ৭ (বার্সেলোনা)
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ৪ (বার্সেলোনা)
উয়েফা সুপার কাপ: ৩ (বার্সেলোনা)
ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩ (বার্সেলোনা)
লিগ ওয়ান: ৩ (প্যারিস সেইন্ট জার্মেই)
ট্রফি দি চ্যাম্পিয়ন: ১ (প্যারিস সেইন্ট জার্মেই)
লিগস কাপ: ১ (ইন্টার মায়ামি)
ফিফা অনূ-১৯ বিশ্বকাপ: ১ (আর্জেন্টিনা)
অলিম্পিক: ১ (আর্জেন্টিনা)
কোপা আমেরিকা: ২ (আর্জেন্টিনা)
লা ফিনালিসিমা: ১ (আর্জেন্টিনা)
ফিফা বিশ্বকাপ: ১ (আর্জেন্টিনা)