সুন্দরবন ঢাল হয়ে রক্ষা করেছে বৃহত্তর খুলনার উপকূলবাসীকে
নিজেকে নিশ্চিহ্ন করে অকৃপণভাবে বার বার বুক পেতে মানুষকে রক্ষা করছে সুন্দরবন। দানবের মতো আছড়ে পড়া সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডব থেকে আবারো মায়ের আঁচলের মতো ঢাল হয়ে সুন্দরবন বৃহত্তর খুলনার উপকূলীয় ১০ উপজেলার ৩০ লক্ষাধিক মানুষকে বাচিয়ে দিয়েছে সর্বংসহা হয়ে।
এদিকে, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সুন্দরবনের গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ইতোমধ্যে বন বিভাগের পক্ষ থেকে পূর্ব ও পশ্চিম সুন্দরবনের চারটি রেঞ্জের চারজন সহকারী বন সংরক্ষককে (এসিএফ) প্রধান করে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঈদের আগেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় প্রবল বেগে সুন্দরবন উপকূলে আছড়ে পড়ে সুপার সাইক্লোন আম্পান। আবহাওয়া অধিদপ্তরের মতে, সুন্দরবনে আঘাত হানার সময় আম্পানের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। তবে সুন্দরবনে বাঁধাপ্রাপ্ত হয়ে এর গতি অনেকটাই কমে যায়।
ফলে প্রাণরক্ষা পায় সুন্দরবন উপকূল সংলগ্ন খুলনা জেলার কয়রা, দাকোপ, পাইকগাছা, বটিয়াঘাটা, বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও শরণখোলা উপজেলার ৩০ লক্ষাধিক মানুষের জীবন। এর আগে ঘূর্ণিঝড় বুলবুল ও ফনীর তাণ্ডব থেকেও উপকূলবাসীকে ব্যাপক প্রাণহানি থেকে রক্ষা করেছিল সুন্দরবন।
সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুর রাজ্জাক আঁকন বলেন, সুন্দরবন আমাদের ঝড়ঝঞ্ঝা থেকে বার বার বুক পেতে রক্ষা করেছে। এবারের ঘূর্ণিঝড় আম্পান থেকেও এই বন আমাদের বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা করল। তাই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার ভাবনা থেকেই আমাদেরকে সুন্দরবন রক্ষা করতে হবে।
এদিকে সুন্দরবন পূর্ব বনবিভাগ সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পূর্ব সুন্দরবনের ১৭টি জেটি, ১০টি টহল ফাঁড়ি, ১৭টি পুকুর, ১৪টি ব্যারাক, দুই হাজার ৪০০ মিটার রাস্তা, ২৪টি সুন্দরী গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জব্দ করা ৪৫৩ ঘনফুট সুন্দরী কাঠ নদীতে ভেসে গেছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন বলেন, ঘূর্ণিঝড় আম্পানে পূর্ব সুন্দরবনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকার জন্য সাত সদস্য করে দুটি কমিটি গঠন করা হয়েছে।
পশ্চিম সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বসিরউল আল মামুন বলেন, এখনও পশ্চিম সুন্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। তবে এ জন্য কমিটি গঠন করা হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সুন্দরবন বন বিভাগ) মো. মঈনুদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝড়ে সুন্দরবনে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে, বনরক্ষী ও কর্মকর্তারা এখন সরেজমিন গিয়ে পর্যবেক্ষণ করে সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। এ জন্য সাত সদস্য করে চারটি কমিটি গঠন করা হয়েছে। ঈদের আগেই তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই সঠিক তথ্য জানানো সম্ভব হবে।