ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে ক্লাস-পরীক্ষা স্থগিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
ভারী বর্ষণ ও নগরীতে জলাবদ্ধতার কারণে চারদিনের জন্য সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সোমবার (৭ আগস্ট) উপাচার্য ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, অবিরাম বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনজীবন ও যোগাযোগ অবকাঠামো ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
'শিক্ষার্থীদের মঙ্গল বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,' সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, অবিরাম বর্ষণে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম শহরের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংযোগকারী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তাছাড়া, ভারী বর্ষণে ক্যাম্পাসের একাধিক স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ক্যাম্পাসের শাহী কলোনীর একটি বাড়ির ওপর মাটি ধসে পড়ায় একজন ব্যক্তি আহত হয়েছেন।
এছাড়া টানা বৃষ্টির কারণে বিদ্যুতের লাইনে ত্রুটি এবং ক্যাম্পাসজুড়ে গাছ উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে।