ভৌগোলিক অবস্থানের কারণে আমরা হেলা-ঠেলার মধ্যে পড়ে গেছি: পররাষ্ট্রমন্ত্রী
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, 'ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্ব হেলা-ঠেলার মধ্যে আমরা পড়ে গেছি। তাদের এই বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমাদের এসে ঢোকাচ্ছে।'
শুক্রবার (১১ শুক্রবার) সিলেট সদর উপজেলা পরিষদের ১২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তবে যা-ই হোক, আমরা ওভারকাম করব। শেখ হাসিনা যদি থাকেন; চিন্তার কিছু নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'জানুয়ারি থেকে জুলাই—এ পর্যন্ত ৬৭ দেশে নির্বাচন হয়েছে। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ২২টি দেশে হবে। কিন্তু ওগুলোর কোনো খবরটবর দেখি না। বাংলাদেশে এইটা কেন হচ্ছে? আমাদের উল্টো দল হইচই করে। বিদেশিদের সব সময় নালিশ দেয়। আর একটি হচ্ছে আমাদের কিছু প্রবাসী আছেন, তারা ওই নালিশ পার্টির অংশ বিশেষ। তারা বাংলাদেশের ইস্যু প্রত্যেক দিন ইনিয়ে-বিনিয়ে বলেন। মিথ্যাচার করে বলেন। এরপর ভয়াবহ দেশ বলে মনে করেন অনেকে।
যুক্তরাষ্ট্রের দুজন কংগ্রেসম্যানের চার দিনের বাংলাদেশে সফল প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকাতে ৪৩৫ জন কংগ্রেসম্যান আছেন। তারা দুনিয়া বেড়াবেন তো বটেই; ওরা এলে ভালো। আমাদের দেশ দেখে যাক। তাদের ধারণা, বাংলাদেশ হচ্ছে দরিদ্র সাইক্লোনের দেশ। আসলে দেখবেন, এরা তো গরিব না, ভালো। আমরা ওয়েলকাম করি। তারা আসছেন, এটা সুখবর। তারা দেখুক। তাদের ধারণা যে বাংলাদেশে দিনে-রাতে রাস্তাঘাটে মানুষ মরছে।
কংগ্রেসম্যানরা রোহিঙ্গাদের দেখতে আসছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আসছেন মোটামুটি রোহিঙ্গাদের জন্য। ওখানে তারা কিছু খরচপাতি দেন মানবিক কারণে। সেই খরচপাতি আমাদের দেন না, রোহিঙ্গাদের জন্য তাদের ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো দেন। ওরা টাকাপয়সা ঠিকমতো ব্যবহার করছে, না চুরি করছে; সেগুলো হয়তো তারা দেখবেন। যারা আসছেন, তারা হচ্ছেন টাকা অনুমোদন কমিটির সদস্য। এমনি তারা টাকা কমিয়ে দিয়েছেন। আমরা বলেছি, আরও টাকা না দিলে ঝামেলা হবে। হয়তো তারা এলে আমাদের উপকারই হবে। টাকা বাড়াবে। আমাদের জন্য না, রোহিঙ্গাদের জন্য।