ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জেতা খেলোয়াড় এখন মেসি
মহাকাব্য লিখেই চলেছেন লিওনেল মেসি। যে ইন্টার মায়ামি জয় কী জিনিস জানতোই না, সেই তাদেরকেই মেসি জিতিয়ে বসেছেন লিগস কাপের শিরোপা। ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়েছে মেসির ইন্টার মায়ামি।
বিশ্বকাপ জয়ের পর আর কিছুই অপূর্ণ ছিলো না মেসির ক্যারিয়ারে। নতুন চ্যালেঞ্জ নিতে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর সেখানে প্রথম পরীক্ষাতেই লেটার মার্ক সহ উতরেছেন মেসি। ইন্টার মায়ামিকে জিতিয়েছেন তাদের ইতিহাসের প্রথম শিরোপা।
আজ ফাইনালেও নিজের গোলের ধারা বজায় রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। টানা সপ্তম ম্যাচে গোল করেছেন মেসি। মায়ামির জার্সিতে মেসির এটি দশম গোল। সবগুলো গোলই তিনি করেছেন লিগস কাপে। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ও।
ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম শিরোপা জেতানোর পথে লিওনেল মেসি নিজেও অংশ হয়েছেন আরেক ইতিহাসের। ফুটবলে মেসির থেকে বেশি শিরোপা জেতেননি আর কেউ। এতদিন ব্রাজিলিয়ান দানি আলভেসের সঙ্গে ৪৩টি শিরোপা জেতার রেকর্ড ভাগাভাগি করছিলেন মেসি। এখন ৪৪ শিরোপা জিতে সেই রেকর্ড শুধুই নিজের একার করে নিয়েছেন মেসি।
মেসির ৪৪ শিরোপা:
বিশ্বকাপ- ১
কোপা আমেরিকা- ১
ফিনালিসিমা- ১
লা লিগা- ১০
চ্যাম্পিয়ন্স লিগ- ৪
কোপা দেল রে- ৭
স্প্যানিশ সুপার কাপ- ৮
ক্লাব বিশ্বকাপ- ৩
উয়েফা সুপার কাপ- ৩
লিগ ওয়ান- ২
ট্রফি দে চ্যাম্পিয়ন্স- ১
লিগস কাপ- ১
যুব বিশ্বকাপ- ১
অলিম্পিক- ১