১৭ ঘণ্টা পর নালায় ডুবে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর রঙ্গিপাড়ায় নালায় পড়ে নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর শিশু ইয়াছিন আরাফাতের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের উদ্ধারকারী দল।
সোমবার সকাল ৯টা ১০ মিনিটে রঙ্গিপাড়ার পার্শ্ববর্তী নালা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।
এর আগে রোববার বিকেল সাড়ে চারটার দিকে রঙ্গিপাড়া হাশিম টাওয়ার এলাকায় জলাবদ্ধতার পানিতে নালায় পড়ে নিখোঁজ হয় ২ বছর বয়সী শিশুটি। ইয়াছিন স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে।
নিখোঁজের পর শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের তথ্য মতে, রোববার বিকেলে বাসার বাইরে রাস্তায় খেলার সময় পাশের নালায় পড়ে যায়।
এর আগে ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুরের নালায় পড়ে নিখোঁজ হন সবজি বিক্রেতা সালেহ আহমেদ। গত দুই বছরে চট্টগ্রামে জলাবদ্ধতায় পানিতে ডুবে শিশু-নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।