বাংলাদেশকে আবারো পেছনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন। বাংলাদেশেকে আবার পেছনে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের প্রতিটি সদস্যের মনোবল চাঙ্গা রয়েছে। এ দেশকে আবারো, এদেশের চাকা পেছনে ঘোরানোর যেকোন প্রচেষ্টাকে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য রুখে দিতে প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আইজিপি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে স্বাধীনতার চেতনা থেকে দেশকে পেছনে নেওয়ার যেকোন চেষ্টা রুখে দিতে প্রস্তুত রয়েছে পুলিশ। আমরা দৃঢভাবে বলতে চাই, যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে- তাদেরকে আমরা কঠোরভাবে দমন করব।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বলেন, 'আমরা দেখি মাঝেমধ্যে পুলিশের মনোবল ভাঙ্গার জন্য বিভিন্ন বাণী বিভিন্ন জায়গা থেকে প্রচার করা হয়। বিদেশে থাকা পলাতক থাকা কিছু অপরাধী সাইবার স্পেসকে ব্যবহার করে, বঙ্গবন্ধু কন্যা যে ডিজিটাল বাংলাদেশ করেছেন, সেই ডিজিটাইজেশনের সুযোগ নিয়ে নানানভাবে হুমকি-ধামকি দিয়ে পুলিশকে ভয়ভীতি দেখিয়ে কর্তব্য থেকে বিচ্যুত করার চেষ্টা করছে।'
'পুলিশের পুলিশ অ্যাক্ট রয়েছে, সংবিধানে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ কেমন ডিউটি করে তার ধারণা দেওয়া হয়েছে। পুলিশ অ্যাক্ট, পুলিশ রেজ্যুলেশন অব বেঙ্গল (পিআরবি), পেনাল কোড ও সিআরপিসি অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে। জনগণের পুলিশ হওয়ার জন্য জনগণের পাশে দাঁড়াবে। যেকোন চক্রান্ত, ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে পুলিশ প্রস্তুত রয়েছে' -যোগ করেন তিনি।