মেয়ের সঙ্গে সুসম্পর্ক নেই মাস্কের, বললেন 'যোগাযোগ বন্ধ করায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি'
স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার ইলন মাস্কের জীবনীকার জানিয়েছেন, নিজের মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক নেই মাস্কের এবং এটি তার জীবনে অশান্তির অন্যতম উৎস।
গত তিন বছর ধরে টেসলার সিইওর জীবনের খুঁটিনাটি সব তথ্য নিয়ে কাজ করছেন ওয়াল্টার আইজ্যাকসন। সম্প্রতি তিনি মাস্কের আসন্ন জীবনী থেকে উদ্ধৃতি তুলে ধরেছেন দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ। সেখানে বলা হয়েছে, মাস্কের 'ওক কালচার' এর প্রতি অপছন্দের আংশিক কারণ হলো নিজের সবচেয়ে বড় সন্তানের সঙ্গে তার এই তিক্ত সম্পর্ক। জীবনীকার আরও জানিয়েছেন, মাস্কের ট্রান্সজেন্ডার কন্যা ভিভিয়ান জেনা উইলসন মাস্কের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় তিনি কষ্ট পেয়েছিলেন। আইজ্যাকসন উদ্ধৃতিতে আরও লিখেছেন, মাস্ক তার মেয়ের রূপান্তরিত হওয়ার কথা অন্য একজনের কাছ থেকে শুনেছেন।
ইলন মাস্কের ভাইয়ের স্ত্রী একটি টেক্সট বার্তা পেয়েছিলেন যাতে লেখা ছিল- "আমি একজন ট্রান্সজেন্ডার এবং আমার নাম এখন জেনা।" মাস্কের মেয়ে আরও লিখেছিলেন, 'বাবাকে এটা বলো না।'
জীবনীকার আরও জানান, মাস্ক তার মেয়ের রূপান্তরিত হওয়ার বিষয়ে 'খুবই ইতিবাচক' মনোভাব পোষণ করেছিলেন; কিন্তু মেয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় কষ্ট পেয়েছেন তিনি।
১৯ বছর বয়সী মেয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা এবং এই টালমাটাল সম্পর্ক নিয়ে মাস্কের অনুভূতি সম্পর্কে আইজ্যাকসন লিখেছেন, "নিজের প্রথম সন্তান নেভাডা শিশু বয়সেই মারা যাওয়ার পর মাস্ক সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বড় মেয়ে জেনার সঙ্গে সম্পর্কে চিড় ধরাতে।"
মাস্কের প্রথম সন্তানটি ছিল একটি ছেলে। সেসময় তার স্ত্রী ছিলেন জাস্টিন উইলসন। নিউইয়র্ক টাইমসের সাবেক রিপোর্টার অ্যাশলি ভেনিসের লেখা মাস্কের একটি জীবনী অনুযায়ী, একদিন ছেলেকে জাগাতে গিয়ে মাস্ক ও তার স্ত্রী দেখেন যে শিশুটি শ্বাস নিচ্ছে না।
আইজ্যাকসন বলেন, মাস্ক তার মেয়ের সঙ্গে খারাপ সম্পর্কের জন্য তার নির্দিষ্ট একটি স্কুলের পড়াশোনাকে দায়ী করেছেন। মাস্কের মেয়ে লস অ্যাঞ্জেলেসে ক্রসরোডস স্কুলে পড়তেন।
গতবছর এই বিলিয়নিয়ার ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, তার মেয়ে তার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না কারণ ওই স্কুলে 'পুরোদমে সমাজতন্ত্রের' শিক্ষা দেওয়া হয়। ২০২২ সালে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল যে, টেসলার সিইওর কন্যা বৈধভাবে তার নাম পরিবর্তনের জন্য আবেদন করেছেন। সেসময় মাস্কের মেয়ে বলেছিলেন, "আমি আমার জন্মদাতা বাবার সঙ্গে আর বাস করছি না কিংবা তার সঙ্গে কোনোভাবে জড়িয়ে থাকার ইচ্ছাও আমার নেই।"
মাস্ক তার জীবনীতে আইজ্যাকসনকে বলেছেন, "সে সমাজতন্ত্রেরও বাইরে গিয়ে এমন একজন সমাজতান্ত্রিক হয়ে উঠেছে এবং তার ধারণা ধনীরা সবাই শয়তান।" মাস্ক আইজ্যাকসনকে বলেন, তিনি অনেকবার প্রস্তাব দিয়েছেন, উদ্যোগ নিয়েছেন কিন্তু 'সে আমার সঙ্গে সময় কাটাতে চায় না।"
বিগত বছরগুলোতে মাস্ক ট্রান্সজেন্ডার ইস্যুতে সমালোচনা করে নানা মন্তব্য করেছেন। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে মাস্ক বলেন, "আমি ট্রান্সজেন্ডারদের সমর্থন করি, কিন্তু এই সর্বনামগুলো যেন নান্দনিক দুঃস্বপ্ন!" চলতি বছরের শুরুতে তিনি টুইটারে ট্রান্সজেন্ডার-বিরোধী একাধিক কন্টেন্ট প্রচার করেছেন এবং 'প্রাইড মান্থ' এর সময়টায় ট্রান্সফোবিক পোস্টে লাইক দিয়ে বেড়িয়েছেন।
গেল আগস্টে মাস্কের প্রাক্তন গার্লফ্রেন্ড গ্রিমস 'ওয়্যারড'কে জানান, অতীতে ট্রান্সজেন্ডার নিয়ে নানা সমালোচনামূলক মন্তব্য করার বিষয়ে মাস্কের সঙ্গে তার কথা হয়েছে। গ্রিমস জানতে চেয়েছিলেন কেন ট্রান্সজেন্ডার ইস্যুতে তার এত সমস্যা। ম্যাগাজিনকে গ্রিমস জানিয়েছেন, ট্রান্সজেন্ডারদের প্রজননের বিষয়টি হয়তো মাস্ককে পীড়া দেয়।
তখন তিনি মাস্ককে বলেছেন, "ঠিক আছে, তুমি তাহলে ট্রান্সদের ঘৃণা করো না, 'ওক কালচার'কে ঘৃণা করো। সেটা বিরক্তির ব্যাপার হতে পারে, আর প্রজননের বিষয়টি নিয়ে তুমি চিন্তিত; কিন্তু বর্তমানে অনেক ভালো প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে ট্রান্সজেন্ডাররাও সন্তান নিতে পারে, তাহলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।"
ইলন মাস্কের ৯ সন্তানের মধ্যে সবচেয়ে বড় ভিভিয়েন জেনা উইলসন। তবে মাস্কের আসন্ন জীবনী থেকে উদ্ধৃতির ব্যাপারে কথা বলতে জেনার সঙ্গে যোগাযোগ করতে পারেনি ইনসাইডার।