চোটে এশিয়া কাপ শেষ শান্তর
নাজমুল হাসান শান্ত নিজেকে সবচেয়ে দুর্ভাগ্যবান ভাবতেই পারেন। দারুণ ছন্দে থাকা অবস্থায় চোট পেয়ে বসেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর তাতে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না তার।
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে দলের জয়ে ভূমিকা রাখার পর সুপার ফোরে শান্তর ওপর অনেকটাই ভরসা ছিলো বাংলাদেশের। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এশিয়া কাপেই আর খেলতে পারবেন না তিনি।
গত রবিবার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়। আর এরপর নিশ্চিত হওয়া গেছে, এবারের এশিয়া কাপে আর পাওয়া যাচ্ছে না তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শান্ত নিজেই জানিয়েছেন তার ছিটকে যাওয়ার কথা, 'আমার এশিয়া কাপ এখানেই শেষ। পেশিতে চোটের কারণে আমার আর খেলা হবে না। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। ঘরে ফিরছি, বিশ্বকাপের জন্য প্রস্তুত হবো।'
বিসিবিও নিশ্চিত করেছে শান্তর চোটের কারণে ছিটকে যাওয়ার কথা। এশিয়া কাপে শান্তর ব্যাটেই বাংলাদেশ ভরসা করছিল। প্রথম ম্যাচে তিনি যা একটু লড়াই করেছিলেন, দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করলেও শান্তর সেঞ্চুরি না হলে বড় সংগ্রহ নাও হতে পারতো বাংলাদেশের। সবমিলিয়ে এটি সাকিবের দলের জন্য বড় ধাক্কাই।
তবে কপাল খুলে গেছে লিটন দাসের। অসুস্থতার কারণে দলের সঙ্গে প্রথমে যেতে না পারলেও পাকিস্তানে পৌঁছেছেন তিনি। শান্তর অনুপস্থিতিতে দলে ঢুকছেন লিটন।